Search This Blog

Thursday, June 20, 2013

RANGAMATI


ইতিহাস[সম্পাদনা]

মুসলিম বিজয়ের পূর্বে রাঙামাটি ত্রিপুরা ও আরাকানের রাজাদের যুদ্ধক্ষেত্র ছিল। ১৬৬৬ সালে এই অঞ্চল মুঘলদের দখলে আসে। ১৭৬০-৬১ সালে এটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়। ১৭৩৭ সালে শের মোস্তা খান নামক একজন গোত্র প্রধান মুঘলদের নিকট এখানে আশ্রয় পান। সেই থেকে চাকমারা ও পরবর্তিতে অন্য আদিবাসীরা এই অঞ্চলে বসতি স্থাপন করে। অন্য আদিবাসীদের ভিতর বোম,চাক, খুমি, খেয়াং, লুসাই, মো, মুরাং, পাঙ্কু, সান্তাল, মনিপুরিরা প্রধান।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

দুটি সরকারি কলেজ, ১৩ টি বেসরকারি কলেজ, ৬ টি সরকারি উচ্চ বিদ্যালয়, ৪৫ টি বেসরকারি উচ্চ বিদ্যালয়, ২৯১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২০ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬১ টি মাদ্রাসা ও ৭ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

চিত্তাকর্ষক স্থান[সম্পাদনা]

  1. কাপ্তাই হ্রদ,
  2. রাজা জং বসাক খানের দীঘি ও মসজিদ,
  3. রাজা হরিশ চন্দ্র রায়ের আবাসস্থলের ধবংসাবশেষ, #
  4. ঝুলন্ত সেতু,
  5. বুদ্ধদের প্যাগোডা,
  6. রাজ বনবিহার,
  7. শুভলং ঝর্ণা।

No comments:

Post a Comment